Header Ads Widget

১৫ তম বিসিএস

 
বিসিএস ১৫ তম  99 প্রশ্ন
1. গ্রীন হাউজ ইফেক্ট বলতে কি বোঝায় ? 
  1.  প্রাকৃতিক চাষের পরিবর্তে ক্রমবর্ধমান হারে কৃত্তিম চাষের প্রয়োজনীয়তা
  2.  গাছপালার আচ্ছাদন নষ্ট হয়ে মরুভূমির বিস্তার
  3.  তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
  4.  সূর্যালোকের অভাবে সালোকসংশ্লেষনে বিঘ্ন সৃষ্টি
উত্তর: তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি

2. বিশ্ব ব্যাংকের কোন অঙ্গ সংগঠনটি Soft-Loan-Window নামে পরিচিত? 
  1.  IBRD
  2.  IDA
  3. IFC
  4.  EDI
উত্তর: IDA

3. ২০১৮ সালের WIMBLEDON টেনিস প্রতিযোগীতায় MENS SINGLES এ কে চ্যাম্পিয়ন হন? 
  1.  Rafael Nadal
  2.  Roger Federer
  3.  Novak Djokovic
  4.  Anderson
উত্তর: Novak Djokovic

4. তেতুলিয়া কোন জেলায় অবস্থিত? 
  1.  দিনাজপুর
  2.  পঞ্চগড়
  3.  জয়পুরহাট
  4.  লালমনিরহাট
উত্তর: পঞ্চগড়

5. কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন? 
  1.  তিতুমীর
  2.  সৈয়দ আহমদ বেরেলতি
  3.  দুদু মিয়া
  4.  হাজীশরিয়ত উল্লাহ
উত্তর: হাজীশরিয়ত উল্লাহ

6. কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন? 
  1.  নবাব সিরাজউদ্দৌলা
  2. নবাব মুর্শিদকুলি খা
  3.  সুবেদার ইসলাম খা
  4.  নবাব শায়েস্তা খা
উত্তর: নবাব মুর্শিদকুলি খা

7. ১৯০৫ সালে নবগঠিত পূর্ববঙ্গ প্রদেশের প্রথম লেফটেনেন্ট গভর্নর কে ছিলেন? 
  1.  ব্যামফিল্ড ফুলার
  2.  লর্ড মিন্টো
  3.  লর্ড কার্জন
  4.  ওয়ারেন হেস্টিংস
উত্তর: ব্যামফিল্ড ফুলার
 
8. হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? 
  1.  চট্টোগ্রাম
  2.  খুলনা
  3.  কক্সবাজার
  4.  রাজশাহী
উত্তর: কক্সবাজার

9. বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়? 
  1.  চট্টগ্রাম
  2.  সিলেট
  3.  ঢাকা
  4.  রাজশাহী
উত্তর: সিলেট

 
10. বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচাইতে বেশি কোন খাতে? 
  1.  আবাসিক
  2.  কৃষি
  3.  পরিবহন
  4.  শিল্প
উত্তর: কৃষি

11. নিম্নের কোন তারিখে পিএলও-ইসরাইল পারস্পারিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করেন? 
  1.  ১০ সেপ্টেম্বর ১৯৯৩
  2.  ১৩ সেপ্টেম্বর ১৯৯৩
  3.  ১১ সেপ্টেম্বর ১৯৯৩
  4.  ২০ সেপ্টেম্বর ১৯৯৩
উত্তর: ১৩ সেপ্টেম্বর ১৯৯৩

12. রিও-ডি জেনিরিওতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহন করেছিল? 
  1.  ১৫০
  2.  ১৫৬
  3.  ১৭৮
  4.  ১৭৯
উত্তর: ১৭৯

13. CLUB OF VIENA কি? 
  1.  অষ্ট্রিয়ার একটি বিখ্যাত পান্থশালা
  2.  পশ্চিম ইউরোপের প্রধান বানিজ্যিক ব্যাংকগুলোর বাৎসরিক সভা
  3.  একটিবিশ্ব উন্নয়ন সম্পর্কিত গবেষনা প্রতিষ্ঠান
  4.  পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন
উত্তর: পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন

14. জাতিসংঘ আদিবাসী সাল হিসেবে কোন সালকে ঘোষনা করেছে? 
  1.  ১৯৯১
  2.  ১৯৯৩
  3.  ১৯৯২
  4.  ১৯৯৪
উত্তর: ১৯৯৩

15. ১৯৯৩ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে কম্বোডিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে কোন দল বিজয়ী হয়েছিল? 
  1.  ফুনসিনপেক
  2.  সি.পি.পি
  3.  খেমারুজ
  4.  কে.পি.এল.এন.এফ
উত্তর: ফুনসিনপেক
 
16. স্ট্রোক আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারন হতে পারে এটি কি? 
  1.  হৃদপিন্ডের সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া
  2.  মস্তিষ্কে রক্তক্ষরন এবং রক্ত প্রবাহে বাধা
  3.  হৃদপিন্ডের আংশবিশেষের অসাড়তা
  4.  ফুসফুস হঠাৎ বিকেল যাওয়া
উত্তর: মস্তিষ্কে রক্তক্ষরন এবং রক্ত প্রবাহে বাধা
 
17. ট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য ? 
  1.  জীবানানুভূতির গভীরতায়
  2.  দৃষ্টিভঙ্গির সূক্ষ্মতায়
  3.  কাহিনীর সরলতা ও জটিলতায়
  4.  ভাষার প্রকারভেদে
উত্তর: জীবানানুভূতির গভীরতায়

18. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য- 
  1.  তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে
  2.  ক্রিয়াপদ ও সর্বনাম পদের রুপে
  3.  শব্দের কথ্য ও লেখ্য রুপে
  4.  বাক্যের সরলতা ও জটিলতায়
ত্তর: ক্রিয়াপদ ও সর্বনাম পদের রুপে
 
19. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য- 
  1.  তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে
  2.  ক্রিয়াপদ ও সর্বনাম পদের রুপে
  3.  শব্দের কথ্য ও লেখ্য রুপে
  4. বাক্যের সরলতা ও জটিলতায়
উত্তর: ক্রিয়াপদ ও সর্বনাম পদের রুপে

20. প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশীথ চিন্তা, প্রভৃতি গ্রন্থের রচয়িতা- 
  1.  কালী প্রসন্ন সিংহ
  2.  কালী প্রসন্ন ঘোষ
  3.  এস ওয়াজেদ আলী
  4.  কৃষ্ণচন্দ্র মজুমদার
উত্তর: কালী প্রসন্ন ঘোষ

21. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত-এই উক্তিটি কার? 
  1. বীন্দ্রনাথ ঠাকুর
  2.  কাজী নজরুল ইসলাম
  3.  মোহাম্মদ লুৎফর রহমান
  4.  প্রমথ চৌধুরি
উত্তর: প্রমথ চৌধুরি
 
22. শুদ্ধ বানানটি নির্দেশ করুন? 
  1.  মুহুর্মুহু
  2.  মূহুর্মুহু
  3.  মুর্হমূর্হু
  4.  মুর্হুর্মুহু
উত্তর: মুহুর্মুহু

23. দ্যুলোক শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ কোনটি? 
  1.  দুঃ + লোক
  2.  দিব্ + লোক
  3.  দ্বি + লোক
  4.  দ্বিঃ + লোক
উত্তর: দিব্ + লোক
 
24. তাপ শব্দের বিপরীতার্থক শব্দ- 
  1.  শৈত্য
  2.  শীতল
  3.  উত্তাপ
  4.  হিম
উত্তর: শৈত্য

25. বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত? 
  1.  লাসা
  2.  উলানবাতার
  3.  পিয়ংইয়ং
  4.  কাবুল
উত্তর: লাসা
 
26. LEAGUE OF ARAB STATES- এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 
  1.  তিইনিস
  2.  কায়রো
  3.  রাবাত
  4.  জেদ্দা
উত্তর: কায়রো

27. বাংলাদেশ নিম্নে উল্লেখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল? 
  1.  ১৯৭৭-৭৮
  2.  ১৯৭৯-৮০
  3.  ১৯৮০-৮১
  4.  ১৯৮১-৮২
উত্তর: ১৯৭৯-৮০
 
28. THE UNITED NATIONS UNIVERSITY কোন শহরে অবস্থিত? 
  1.  লন্ডন
  2.  ব্রাসেলস
  3.  নিউইয়র্ক
  4.  টোকিও
উত্তর: টোকিও

29. বাংলাদেশের মোট রপ্তানী আয়েR.M.G এর অংশ কত? 
  1.  ৮৩ দশমিক ৪৯ শতাংশ
  2.  ৭৩ দশমিক ৮৯ শতাংশ
  3.  ৬৩ দশমিক ২১ শতাংশ
  4.  ৬২ দশমিক ৪২ শতাংশ
উত্তর: ৮৩ দশমিক ৪৯ শতাংশ

30. বাংলাদেশে জাতীয় সংসদে মহিলা সদস্যের সংরক্ষিত আসন কত? 
  1.  ৩৫
  2.  ৫০
  3.  ৪৫
  4.  ৪২
উত্তর: ৫০
 
31. ইচ্ছা বিশেষ্যের বিশেষন নির্দেশ করুন? 
  1.  ইচ্ছাময়
  2.  ঐচ্ছিক
  3.  ইচ্ছুক
  4.  ইচ্ছুক
উত্তর: ঐচ্ছিক

32. কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে? 
  1.  সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না
  2.  সে বই পড়েছে
  3.  সে গভীর চিন্তায় মগ্ন
  4.  সে ঘুমিয়ে আছে
উত্তর: সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না
 
33. বাংলাদেশের সরকারী মেডিকেলের সংখ্যা কত? 
  1.  ৮
  2.  ১০
  3.  ১২
  4.  ১৪
উত্তর: ১৪

34. সেন্টমার্টিন দ্বীপের আরেকটি নাম কি? 
  1.  জিনজিরা
  2.  সোনাদিয়া
  3.  কুতুবদিয়া
  4.  নিঝুম দ্বীপ
উত্তর: জিনজিরা
 
35. ২০০০ সাল নাগাদ ঢাকা শহরের জনসংখ্যা কত হবে বলে রিপোর্ট বেরিয়েছিল? 
  1.  ২০ মিলিয়ন
  2.  ১২ মিলিয়ন
  3.  ১০ মিলিয়ন
  4.  ২৩ মিলিয়ন
উত্তর: ১০ মিলিয়ন
 
36. সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হউক দূর অকল্যান সকল অশোভন।চরণ দুটি কার লেখা? 
  1.  কাজী নজরুল ইসলাম
  2.  রবীন্দ্রনাথ ঠাকুর
  3.  গোলাম মোস্তফা
  4.  শেখ ফজলুল করিম
উত্তর: শেখ ফজলুল করিম
 
37. আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? 
  1.  মায়ানমার
  2.  জর্ডান
  3.  ইরাক
  4.  ইসরাইল
উত্তর: জর্ডান

38. ক্রজিরো কোন দেশের মূদ্রার নাম? 
  1.  লুক্সেমবার্গ
  2.  ব্রাজিল
  3.  কম্বোডিয়া
  4.  মঙ্গলিয়া
উত্তর: ব্রাজিল

39. The World Economic Forum কতৃক নির্ধারিত International Competitiveness Ranking এ ১৯৯৩ সালে কোন দেশ কোন সর্বোচ্চ স্থান অধিকার করেছে? 
  1.  যুক্তরাষ্ট্র
  2.  জাপান
  3.  জার্মানি
  4.  দক্ষিন কোরিয়া
উত্তর: দক্ষিন কোরিয়া

40. পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম? 
  1.  নবম
  2.  দশম
  3.  সপ্তম
  4.  চতুর্দশ
উত্তর: সপ্তম

41. বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? 
  1.  এক
  2.  দুই
  3.  তিন
  4.  চার
উত্তর: চার

42. গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তভুক্ত? 
  1.  ৪
  2.  ১৪
  3.  ৭
  4.  ৩৩
উত্তর: ৩৩

43. গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? 
  1.  6 ঘন্টা
  2.  5.5 ঘন্টা
  3.  6.5 ঘন্টা
  4.  5 ঘন্টা
উত্তর: 6 ঘন্টা
 
44. স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 
  1.  ১০
  2.  ১১
  3.  ৯
  4.  ১২
উত্তর: ১১

45. নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত? 
  1.  IJSG
  2.  APEC
  3.  SAARC
  4.  ADB
উত্তর: IJSG
 
46. ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? 
  1.  ডালাস
  2.  লন্ডন
  3.  নিউইয়র্ক
  4.  হংকং
উত্তর: নিউইয়র্ক

47. অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? 
  1.  অভাব
  2.  বিপরীত
  3.  নিকৃষ্ট
  4.  বিকৃত
উত্তর: বিপরীত
 
48. সোনালী কাবিন এর রচয়িতা কে? 
  1.  হাসান হাফিজুর রহমান
  2.  আল মাহমুদ
  3.  হুমায়ন আজাদ
  4.  শক্তি চট্টোপাধ্যয়
উত্তর: আল মাহমুদ

49. My uncle has three sons,.................. work in the same office 
  1.  All of them
  2.  Who all
  3.  They all
  4.  All of whom
উত্তর: All of whom
 
50. People always remember patriots. -Which of the following is the best passive form of the above sentence? 
  1.  The patriots will always be remembered by people
  2.  The patriots are always being remembered
  3.  People are always remembered by the patriots
  4.  The patriots are always remembered
উত্তর: The patriots are always remembered
 
51. রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? 
  1.  বিসর্জন
  2.  ডাকঘর
  3.  বসন্ত
  4.  অচলায়তন
উত্তর: বসন্ত

52. ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক ছিলেন? 
  1.  কাজী আবদুল ওদুদ- আবুল হোসেন প্রমুখ
  2.  মোহাম্মদ বরকত উল্লাহ- আবুল কালাম শামসুদ্দিন প্রমুখ
  3.  মোহাম্মাদ আকরাম খা- মোহাম্মাদ ওয়াজেদ আলী প্রমুখ
  4.  কাজী ইমদাদুল হক- মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ
উত্তর: কাজী আবদুল ওদুদ- আবুল হোসেন প্রমুখ

53. ইসলামিক উন্নয়ন ব্যাংককে (IDB) দেয় বাংলাদেশের চাঁদার হার কত? 
  1.  ১০.০ মিলিয়ন ইসলামিক দিনার
  2.  ১৫.৫ মিলিয়ান ইসলামিক দিনার
  3.  ২৫.০ মিলিয়ান ইসলামিক দিনার
  4.  কোন চাঁদা দিতে হয় না
উত্তর: ১০.০ মিলিয়ন ইসলামিক দিনার

54. পপি উৎপাদনের ক্ষেত্রে কোন দেশ গুলোকে গোল্ডেন ট্রায়্যাঙ্গেলবলা হয়? 
  1.  মায়ানমার-থাইল্যান্ড ও চীন
  2.  মায়ানমার-থাইল্যান্ড ও লাওস
  3.  মায়ানমার- থাইল্যান্ড ও কম্বোডিয়া
  4.  ইরান- আফগানিস্তান ও পাকিস্তান
উত্তর: মায়ানমার-থাইল্যান্ড ও লাওস
 
55. ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
 
  1.  আলালের ঘরের দুলাল
  2.  মৃত্যুক্ষুধা
  3.  হাজার বছর ধরে
  4.  কোনটিই নয়

উত্তর: আলালের ঘরের দুলাল
 
56. বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? 
  1.  ১৯৬৫
  2.  ১৮৭২
  3.  ১৮৮১
  4.  ১৯৮৫
উত্তর: ১৮৭২
 
57. বাংলাদেশে সারা বছর নাব্য ভ্রমন নদী পথের দৈর্ঘ্য কত? 
  1.  ৯০০০ কিঃ মিঃ
  2.  ৮০০০ কিঃ মিঃ
  3.  ৫২০০ কিঃ মিঃ
  4.  ১১০০০ কিঃ মিঃ
উত্তর: ৫২০০ কিঃ মিঃ
 
58. বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? 
  1.  নাফ
  2.  কর্নফুলি
  3.  নবগঙ্গা
  4.  ভাগিরথী
উত্তর: নাফ
 
59. ARE YOU DOING ANYTHING SPECIAL- THE WEEKEND FILL IN THE GAPS WITH APPROPRIATE PREPOSITION. 
  1.  IN
  2.  FOR
  3.  ON
  4.  AT
উত্তর: AT
 
60. WHICH OF THE FOLLOWING IS A CORRECT SENTENCE? 
  1.  HE WAS TOO CLEVER NOT TO MISS THE POINT
  2.  HE WAS SO CLEVER TO MISS THE POINT
  3.  HE WAS TOO CLEVER TO GRASP THE POINT
  4.  HE WAS TOO CLEVER TO MISS THE POINT
উত্তর: HE WAS TOO CLEVER TO MISS THE POINT

61. THE POET LAUREATE IS- 
  1.  THE BEST POET OF THE COUNTRY
  2.  A WINNER OF THE NOBEL PRIZE IN POETRY
  3.  THE COURT PORT OF ENGLAND
  4.  A CLASSICAL POET
উত্তর: THE BEST POET OF THE COUNTRY
 
62. WHICH OF THE FOLLOWING SCHOOL OF LITERARY WRITINGS IS CONNECTED WITH A MEDICAL THEORY?
 
  1.  COMEDY OF MANNERS
  2.  THEATER OF THE ABSURD
  3.  HEROIC TRAGEDY
  4.  COMEDY OF HUMOURS

ত্তর: COMEDY OF HUMOURS
 
63. WHO OF THE FOLLOEING WAS BOTH A POET AND PAINTER? 
  1.  KEATS
  2.  BLAKE
  3.  DONNE
  4.  SPENCER
উত্তর: BLAKE
 
64. What is the synonym of INCREDIBLE? 
  1.  UNBELIEVABLE
  2.  UNTHINKABLE
  3.  UNTHINKING
  4.  UNLIKELY
ত্তর: UNBELIEVABLE

65. What is the antonym of FAMOUS? 
  1.  OPAQUE
  2.  ILLITIRATE
  3.  OBSCURE
  4.  IMMATURE
উত্তর: OBSCURE

66. PLEBISCITE IS A TERM RELATED TO- 
  1.  MEDICINE
  2.  TECHNOLOGY
  3.  LAW
  4.  POLITICS
উত্তর: POLITICS
 
67. WHO WROTE BEAUTY IS TRUTH, TRUTH IS BEAUTY? 
  1.  SHAKESPEARE
  2.  WORDSWORTH
  3.  KEATS
  4.  ELIOT
উত্তর: KEATS

68. MANY ISLAND MAKE UP- 
  1.  AN ISLES
  2.  AN ARCHIPELAGO
  3.  A PENINSULA
  4.  A CONTINENT
উত্তর: AN ARCHIPELAGO
 
69. The speaker failed to make the audience to __ him patiently. -Which of the following is the correct verb form in the blank above? 
  1.  To listen
  2.  Listenting
  3.  Listened
  4.  Listen
উত্তর: Listen

70. Which of the following ages in literary history is the latest? 
  1.  The Augustan Age
  2.  The Victorian Age
  3.  The Georgian Age
  4.  The restoration Age
উত্তর: The Georgian Age
 
71. Wisdom শব্দের বাংলা অর্থ কি? 
  1.  জ্ঞান
  2.  বুদ্ধি
  3.  মেধা
  4.  প্রজ্ঞা
উত্তর: প্রজ্ঞা

72. The first English Dictionary was compiled by ? 
  1.  Lzaak Walton
  2.  Samuel Johnson
  3.  Samuel Butler
  4.  Sir Thomas Browne
উত্তর: Samuel Johnson
 
73. What is the meaning of the word Intrepid? 
  1.  Arrogant
  2.  Belligerent
  3.  Questioning
  4.  Fearless
উত্তর: Fearless
 
74. What is the meaning of the expression bottom line? 
  1.  The final step
  2.  The end of a road
  3.  The last line of a book
  4.  The essential point
উত্তর: The essential point

75. The word plurality means- 
  1.  The letter s
  2.  Men and women
  3.  Chaos and confusion
  4.  The holding of more than one office at a time
উত্তর: The holding of more than one office at a time
 
76. Paediatric related to the treatment of ? 
  1.  Adults
  2.  Children
  3.  Old people
  4.  Women
উত্তর: Children

77. Boots leg means to- 
  1.  Distribute
  2.  Export
  3.  Import
  4.  Smuggle
উত্তর: Smuggle
 
78. ৬৪ কিলোগ্রামের বালি ও পাথর টুকরার মিশ্রনে বালির পরিমান ২৫%।কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রনে পাথর টুকরার পরিমান ৪০% হবে? 
  1.  ৯.৬
  2.  ১১.০
  3.  ৪৮.০
  4.  ৫৬.০
উত্তর: ৫৬.০

79. কোন সংখ্যার (2/7) অংশ 64 এর সমান? 
  1.  128/7
  2.  248
  3.  217
  4.  224
উত্তর: 224

80. একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে রাখা হয়েছে।মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চ দেওয়ালকে স্পর্শ করে।মইয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব- 
  1.  ১০
  2.  ৫০
  3.  ৩০
  4.  ২০
উত্তর: ৩০
 
81. (2+X)+3=3(X+2) হলে X এর মান কত? 
  1.  -1/2
  2.  1/2
  3.  1/3
  4.  2/3
উত্তর: -1/2

82. পরস্পরকে স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র P,Q,R এবং PQ=a, QR=b, RP=c হলে P কেন্দ্রিক বৃত্তের ব্যাস কত? 
  1.  a+b+c
  2.  c+a-b
  3.  b+c-a
  4.  a-b+c
উত্তর: c+a-b

83. x+y-1=0,x-y+1=0 এবং y+3=0 সরল রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি- 
  1.  সমবাহু
  2.  বিষমবাহু
  3.  সমকোনী
  4.  সমদ্বিবাহু
উত্তর: সমদ্বিবাহু
 
84. ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল- 
  1.  ৪৮৫০
  2.  ৪৯৫০
  3.  ৫৭৫০
  4.  ৫৯৫০
উত্তর: ৪৯৫০

85. a = 1, b = -1, c = 2, d = -2 হলে, a- (-b) (-c) - (-d) এর মান কত? 
  1.  0
  2.  2
  3.  1
  4.  -1
উত্তর: 1

86. কোনটি রক্তের কাজ নহে? 
  1.  কলা হতে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা
  2.  ক্ষুদ্রান্ত হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা
  3.  হরমন বিতরন করা
  4.  জারক রস বিতরন করা
উত্তর: জারক রস বিতরন করা

87. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি? 
  1.  এল ই ডি
  2.  সিলিকন চিপ
  3.  এল সি ডি
  4.  আই সি
উত্তর: সিলিকন চিপ

88. বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে? 
  1.  সরাসরি মাটিতে মিশ্রিত হয়ে জৈব বস্তু প্রস্তুত করে
  2.  ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদের গ্রহন উপযোগী বস্তু প্রস্তত করে?
  3.  পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে
  4.  মাটির অজৈব লবনকে পরিবর্তিত করে
উত্তর: পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে
 
89. নিত্য ব্যবহার্য বহু এরোসোলের কৌটায় এখন লেখা থাকে সি. এফ. সি বিহীন। সি.এফ.সি গ্যাস কেন ক্ষতিকর? 
  1.  ফুসফুসে রোগ সৃষ্টি করে
  2.  গ্রীন হাউজ এফেক্টের অবদান রাখে
  3.  ওজন স্তরে ফুটো সৃষ্টি করে
  4.  দাহ্য বলে অগ্নিকান্ডের সম্ভাবনা ঘটায়
উত্তর: ওজন স্তরে ফুটো সৃষ্টি করে

90. আলট্রাসনোগ্রাফী কি? 
  1.  নতুন ধরনের এক্সরে
  2.  ছোট তরঙ্গদৈর্ঘের শব্দের দ্বারা ইমাজিং
  3.  শরীরের অভ্যান্তরের শব্দ বিশ্লেষন
  4.  শক্তিশালী শব্দ দিয়ে পিত্ত পাথল বিচূর্ণীকরন
উত্তর: ছোট তরঙ্গদৈর্ঘের শব্দের দ্বারা ইমাজিং
 
91. বাংলাদেশের তড়িৎ কম্পাঙ্কপ্রতি সেকেন্ডে ৫০ সাইকেল এর তাৎপর্য কি? 
  1.  প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার বন্ধ হয়
  2.  প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ একক দৈর্ঘ অতিক্রম করে
  3.  প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়
  4.  প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার উঠা-নামা করে
উত্তর: প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়

92. নদীর একপাশ থেকে গুন টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে? 
  1.  যথাযথ হাল ঘুরিয়ে
  2.  নদী স্রোতের সুকৌশল ব্যবহারে
  3.  গুন টানার সময় টানটি সামনের দিকে রেখে
  4.  পাল ব্যবহার করে
উত্তর: যথাযথ হাল ঘুরিয়ে
 
93. আকাশ নীল দেখায় কেন? 
  1.  নীল আলোর তরঙ্গ দৈর্ঘ বেশি বলে
  2.  নীল সমুদ্রের প্রতিফলনের ফলে
  3.  নীল আলোর বিক্ষেপন অপেক্ষাকৃত বেশি বলে
  4.  নীল আলোর প্রতিফলন বেশি বলে
উত্তর: নীল আলোর বিক্ষেপন অপেক্ষাকৃত বেশি বলে

94. ১ বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান? 
  1.  ০.০৯২৯
  2.  ৭.৩২
  3.  ৬.৪৫
  4.  ৬৪.৫০
উত্তর: ৬.৪৫

95. যে ভূমিতে ফসল জন্মায় না- 
  1.  পতিত
  2.  অনুর্বর
  3.  উষর
  4.  বন্ধ্যা
উত্তর: উষর
 
96. কোন সংখ্যাটি বৃহত্তম ? 
  1.  .3
  2.  .3
  3.  2/5
  4.  1/3
উত্তর: .3
 
97. নিম্নের কোন দেশটি Group pf Eight এর সদস্য নয়? 
  1.  কানাডা
  2.  ইতালি
  3.  সুইডেন
  4.  জাপান
উত্তর: সুইডেন
 
98. নিম্নের কোন দেশটি Group ofEight এর সদস্য নয়? 
  1.  কানাডা
  2.  ইতালি
  3.  সুইডেন
  4.  জাপান
উত্তর: সুইডেন

99. বাংলাদেশের GDP তে কৃষি খাতের অবদান প্রায় শতকার কত শতাংশ? 
  1.  ৩২.১০
  2.  ১০.৪৪
  3.  ১৩.৮২%
  4.  ১৫.৪৪
উত্তর: ১৩.৮২%
 

Bottom of Form

Post a Comment

0 Comments